Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২১

পুত্র সন্তানের বাবা হলেন কপিল শর্মা

স্ত্রী ও প্রথম সন্তানের সাথে কপিল। ফাইল ছবি

স্ত্রী ও প্রথম সন্তানের সাথে কপিল। ফাইল ছবি

দ্বিতীয় সন্তানের বাবা হলেন ভারতীয় কৌতুকাভিনেতা-উপস্থাপক কপিল শর্মা। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে তার স্ত্রী গিন্নি চত্রথ পুত্র সন্তানের জন্ম দেন।

টুইটারে বিষয়টি নিজেই জানিয়েছেন কপিল। সেখানে তিনি লিখেন, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। মা ও সন্তান দু’জনই সুস্থ। সবাইকে ভালোবাসা, আশীর্বাদ ও প্রার্থনার জন্য ধন্যবাদ।  

কপিলের বাবা হওয়ার খবরে তাকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। তার সহকর্মী কিকু শর্দা সামাজিক মাধ্যমে লেখেন, অনেক অনেক অভিনন্দন ভাই। সামনে সুন্দর দিন উপভোগ করুন। আপনার পরিবারের জন্য রইলো ভালোবাসা।  

অভিনেতা রিতেশ দেশমুখ লেখেন, অভিনন্দন আমার ভাই। এটা খুবই আনন্দের সংবাদ। তোমার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং সবার জীবনের দীর্ঘায়ু কামনা করছি।  

২০১৮ সালের ১২ ডিসেম্বর জলন্ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হন কপিল শর্মা ও স্ত্রী গিন্নি চত্রথ। এরপর ২০১৯ সালের ১০ ডিসেম্বর তাদের প্রথম কন্যাসন্তান আনায়রা শর্মা পৃথিবীর মুখ দেখে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ