Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:২১, ১ ফেব্রুয়ারি ২০২১

আমাদের জীবনে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে ‘ভামিকা’

সংগৃহীত

সংগৃহীত

গত ১১ জানুয়ারি কন্যাসন্তানের মুখ দেখেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কিন্তু এখন পর্যন্ত তাদের মেয়ের ছবি মিডিয়ায় আসেনি। তবে সন্তান হওয়ার আগেই সাংবাদিকদের তারা জানিয়েছিলেন তাদের সন্তানের ছবি যেন কোথাও ছাপা না হয়। সব তথ্য দিবেন তারা।   

কথা রেখেছেন বিরাট-আনুশকা দুজনেই। সাংবাদিকদের সন্তানবিষয়ক তথ্য দিয়েছেন সময়মতো। তবে প্রকাশ্যে আনেননি সন্তানের ছবি।

রোববার (৩১ জানুয়ারি) ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে মেয়েকে নিয়ে ছবি পোস্ট করেছেন আনুশকা শর্মা। কিন্তু এমনভাবে মেয়েকে ধরে রেখেছেন, যাতে চেহারা না চেনা যায়।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা একটা টি-শার্ট পরা বিরাট কোহলি ও গোলাপি হুডি পরা আনুশকা পাশাপাশি দাঁড়িয়ে আছেন, হাসিমুখে।

সেখানে আনুশকা লিখেছেন, ভালোবাসা, কৃতজ্ঞতা ও একে অপরের জীবনে সদা উপস্থিত থেকে আমাদের জীবন একত্রে কাটিয়েছি, কিন্তু “ভামিকা” আমাদের জীবনে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে। মাঝেমধ্যে এক মিনিটের মধ্যে আনন্দাশ্রু, হাসি, চিন্তা, কৃতজ্ঞতাবোধ-একাধিক আবেগ ভিড় জমায় মনের কোণে।’ 

তিনি আরও লিখেন, ‘ঘুমাতে পারছি না ঠিকই, কিন্তু আমাদের হৃদয় এখন আনন্দে পরিপূর্ণ। শুভকামনা, আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ