Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৬:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২১

আসছে `থর` সিরিজের নতুন ছবি

`থর: দ্যা ডার্ক ওয়ার্ল্ড` ছবির পোস্টার

`থর: দ্যা ডার্ক ওয়ার্ল্ড` ছবির পোস্টার

মার্ভেল কমিকসের বিখ্যাত একটি চরিত্রের নাম থর। বজ্রের দেবতা থরের আদলে নির্মিত হয়েছে এই চরিত্রটি। যার থরের রয়েছে স্পেশাল পাওয়ার। তার সকল শক্তি লুকিয়ে থাকে তারই অস্ত্র হাতুড়িতে যাকে বলা হয় ম'জলনির। এই থরের চরিত্র দিয়েই বিশ্ব কাঁপিয়েছেন ক্রিস হেমসওয়ার্থ। একের পর এক সিক্যুয়েলে বাজিমাত করেছেন তিনি।

 থর প্রেমীদের জন্য আবার এল সুখবর। থরের নতুন ছবির কাজ এরইমধ্যে শুরু হয়েছে। এবারের ছবির নাম রাখা হয়েছে ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’। আর এই কিস্তিতেও থাকছেন সবার প্রিয় ক্রিস।

পরিচালক তাইকা ওয়েটিটি এরিমধ্যে অস্ট্রেলিয়ায় শুটিংয়ের কাজ শুরু করেছেন। ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া দিবসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শুটিং শুরুর আগে দেশটির নানা উপজাতি শিল্পী নিয়ে একটি অনুষ্ঠান পরিবেশন করা হয়। মূলত অস্ট্রেলিয়ার জাতীয় দিবসকে কেন্দ্র করেই এমন উৎসবের আয়োজন করে ছবির টিম।

ক্রিস এবং তাইকা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানে তোলা নানা ছবি শেয়ার করেন।

ক্রিস তার ক্যাপশনে লিখেছিলেন, ‘দারুণ কিছু মানুষের সঙ্গে শুটিং শুরু হলো। আশা করি সিনেমাটির কাজ ঠিকঠাক ভাবেই শেষ হবে। উপজাতিদের সঙ্গে সময় কাটিয়ে দারুণ লাগছে। এই দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি।

থর : লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমায় ক্রিসের সঙ্গে এবারো রয়েছেন নাটালি পোর্টম্যান এবং টেসা থম্পসন। তবে এই সিনেমা দিয়ে মার্ভেল জগতে প্রবেশ করতে যাচ্ছেন ক্রিশ্চান বেল। এছাড়াও সিনেমাটিতে আরও দেখা যাবে ম্যাট ড্যামনকেও।

আইনিউজ/এইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ