Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২১

এবার ঢাকাই সিনেমায় পা রাখছেন সাউথের কবির দুহান

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক অভিনেতা কবির দুহান সিং। বলিউডের সব নামি দামী একশন মুভিতে দেখা যায় এই অভিনেতাকে। আশ্চর্যের ব্যাপার হলো জনপ্রিয় এই সাউথি অভিনেতাকে দেখা যেতে পারে ঢাকাই সিনেমায়ও! এক টুইটে এমন বার্তা দিয়েছেন দুহান নিজেই।

সোমবার এক টুইটে তিনি বলেন, “নতুন দেশ, নতুন জীবন, নতুন চরিত্র। আমি আমার গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করছি।”

নিজের অভিনীত চলচ্চিত্র সম্পর্কে জানালেও ছবির নাম উল্লেখ করেননি কবির। এমনকি ঢাকার কোনো নির্মাতা এ বিষয়ে মুখে খোলেননি।

আরও জানান, এটি তার অভিনীত ৪০তম চলচ্চিত্র হতে যাচ্ছে, তবে ঢাকাই সিনেমা হিসেবে প্রথম। ‘কবির৪০’ হ্যাশট্যাগ নিয়ে তিনি সবার আশীর্বাদও চেয়েছেন।

২০১৫ সালে তেলেগু ভাষার চলচ্চিত্র ‘জিল’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবিরের। পরবর্তীতে খল অভিনেতা হিসেবে তেলেগু চলচ্চিত্রের পাশাপাশি তামিল ও কন্নড় ভাষার চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পেয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে কিক-২, ভেদালাম, ডিক্টেটর ও সরদার গাব্বার সিং।

কবির বাংলাদেশি দর্শকদের কাছেও পরিচিত মুখ। তার টুইট পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশ থেকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

আইনিউজ/এইচএ

 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ