Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:১৭, ৫ ফেব্রুয়ারি ২০২১

রোহিতের টুইটে কঙ্গনার আক্রমণাত্মক জবাব, মুছে ফেলল কর্তৃপক্ষ

রোহিত শর্মা ও কঙ্গনা রানাউত

রোহিত শর্মা ও কঙ্গনা রানাউত

ভারতের বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা করেছেন অনেক তারকাই। গত বুধবার থেকে এই বিষয়ে একের পর এক ক্রিকেটার টুইট করেছেন। সেই তালিকায় ছিলেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মাও। তবে সেই টুইটের আক্রমণাত্মক জবাব দিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। যদিও তার সেই জবাব মুছে ফেলেছে টুইটার কর্তৃপক্ষ।

বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে টুইট করেছিলেন রোহিত শর্মা। লিখেছিলেন, ‘যখনই আমরা এক হয়ে দাঁড়িয়েছি, ভারত শক্তিশালী হয়েছে। এই মুহূর্তে সবথেকে বেশি দরকার হল একটা সমাধান। দেশের উন্নতির জন্য কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমি নিশ্চিত সমাধান বের করতেও প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকাই নেবেন।’

বৃহস্পতিবার সকাল ১০টা ২৩মিনিটে এটিই রিটুইট করে কঙ্গনা লেখেন, ‘কেন এই ক্রিকেটাররা ধোবি কা কুত্তা, না ঘরকা না ঘাটকার মতো চেঁচাচ্ছেন? যে আইনটা তাদের জন্য ভালো, তাহলে কেন কৃষকরা তার বিরোধিতা করছেন? যারা এত ঝামেলা করছেন, তারা জঙ্গি। সেটা বল না, এত ভয় পাচ্ছ কেন?’

এর কিছুক্ষণ পরে এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, ‘টুইটারের আইন লঙ্ঘন করায় এই টুইট তুলে নেয়া হল।’ শুধু এটিই নয়, বৃহস্পতিবার সকাল থেকেই কঙ্গনার একাধিক টুইট বিধিভঙ্গের অভিযোগে তুলে নেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ