Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২১

অভিনেতা বাপ্পির ফেসবুক পেজ হ্যাকড

বাপ্পি চৌধুরী

বাপ্পি চৌধুরী

জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরীর ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাকিং এর শিকার হয়েছে। পেজটিতে এক মিলিয়ন ফলোয়ার রয়েছে। এমন ঘটনায় বেশ বিব্রত আছেন অভিনেতা।  

বাপ্পি বলেন, 'পেজের নিয়ন্ত্রণ আমার হাতে নেই। যারা হ্যাক করেছেন তারা কিসব আপলোড করছেন। আশা করি যারা পেজটি ফলো করছেন তারা বিভ্রান্ত হবেন না।'

বাপ্পি জানিয়েছেন তার ফেসবুক পেজ উদ্ধারের কাজ চলছে। এখন বাপ্পির পেজ থেকে উল্টাপাল্টা বিষয় পোস্ট করা হচ্ছে।

এর আগেও হ্যাকারদের কবলে পড়েছিলো বাপ্পির ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও  পেজ।  বাপ্পি বলেন, 'বার বার আমার সঙ্গে কেনো এমন হচ্ছে বুঝতে পারছিনা। আমি সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ দিয়েছি। তারা পেজ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। আশা করছি তার আগেই যারা হ্যাক করেছেন তারা পেজ ফেরত দেবেন। তাদের সঙ্গে তো আমার কোন শত্রুতা নেই।'

এই সময়ে ফেসবুক পেজ সচল না থাকা খুবই বিব্রতকর।  ছবির প্রচারণরা একটা বড় জায়গা তো ফেসবুক। তাই পেজটা খুব জরুরি বলেই মন্তব্য করলেন বাপ্পি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ