Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২১

কৃষক আন্দোলন নিয়ে পোস্ট, বিদ্রুপের শিকার লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর

ভারতের বিতর্কিত কৃষি আইন নিয়ে বেশ অনেকদিন ধরেই আন্দোলনে আছেন দেশটির কৃষকরা। তাদের এই আন্দোলনকে সমর্থন দিচ্ছেন অনেকেই। তবে এর বিরোধীতা করার তালিকাও ছোট নয়।

এদিকে কৃষক আন্দোলন নিয়ে টুইটারে পোস্ট দিয়ে বিদ্রুপের শিকার হয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। তার পোস্টটিকে কৃষক বিদ্রোহের ‘বিপক্ষে’ বলে ধরে নিয়েছেন অনেকে।

গত ৩ ফেব্রুয়ারি লতা লিখেছিলেন, ‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে যেকোনো সমস‌্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব।’

ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে পোস্ট করেছিলেন মার্কিন পপ তারকা রিহানা, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও সাবেক পর্ন তারকা মিয়া খালিফা। কিন্তু বিপরীত মত পোষণ করেছেন লতা মঙ্গেশকর, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, সুনীল শেঠি, করণ জোহররা।

এবার কৃষক আন্দোলন নিয়ে পোস্ট করে বিদ্রুপের শিকার হতে হলো জনপ্রিয় এই শিল্পীকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ