Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২১

অস্কারের জন্য মনোনয়ন পেল বিদ্যার ছবি

সংগৃহীত

সংগৃহীত

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। চিত্রনাট্যের প্রয়োজনে অনেকবার সাহসী চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। পেয়েছেন প্রশংসাও। অভিনয় জীবনে পেয়েছেন অনেক পুরস্কারও। এবার তার অভিনীত একটি ছবি অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে।

শান ব্যাসের পরিচালনায় লিঙ্গবৈষম্যের ওপর নির্মিত সিনেমা ‘নটখট’ অস্কার পুরস্কারের ‘বেস্ট শট ফিল্ম’ বিভাগে মনোনয়ন পেয়েছেন। সিনেমাটির প্রযোজনা করেছেন বিদ্যা নিজেই।

খবরটি অবশ্য সামনে এনেছেন আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। টুইটারে সিনেমাটির অস্কারে মনোনয়নের খবর জানিয়ে সিনেমাটির সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

এ বিষয়ে বিদ্যা জানান, ‘অস্কার মনোনয়নের খবর পেয়ে দারুণ উচ্ছ্বসিত আমি। অস্কারে মনোনয়ন অবশ্যই বাড়তি অনুপ্রেরণা’।

সিনেমাটিতে বিদ্যা ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সানিকা। মুক্তির পর থেকেই ‘নটখট ভারতসহ ভারতের বাইরেও বেশ কয়েকটি আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসিত হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ