Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ৯ ফেব্রুয়ারি ২০২১

করোনাভাইরাসের টিকা নিলেন সুবর্ণা মুস্তফা

সংগৃহীত

সংগৃহীত

করোনাভাইরাসের টিকা নিলেন জনপ্রিয় অভিনেত্রী ও সংরক্ষিত আসনের সদস্য সুবর্ণা মুস্তাফা। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি টিকা নেন।

ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমার ভ্যাকসিন নেওয়া শেষ হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই দেশের জনগণের এমন চমৎকার খেয়াল রাখার জন্য। জয় বাংলা।’

রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে দেশব্যাপী শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। এখন পর্যন্ত টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষেরা।

অভিনয় জীবনে সফল সুবর্ণা মুস্তফা ২০১৯ সালের সংরক্ষিত নারী আসনের এমপি হয়েছেন। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ নানা সম্মাননা।

সুবর্ণা মুস্তফার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ছোট বড় পর্দার অনেক তারকা। তাদের মধ্যে অভিনেত্রী তারিন, অভিনেত্রী তানিয়া, ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, তানভিন সুইটি, সাইমন সাদিক, নির্মাতা শিহাব শাহীন, সংগীতশিল্পী এলিটা করিম, সংগীতশিল্পী কোনাল, দীপা খন্দকার, সাজু খাদেম, মিলি বাশারসহ অনেকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ