Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ৯ ফেব্রুয়ারি ২০২১

ঋষি-রণধীর কাপুরের ভাই রাজীব কাপুর মারা গেছেন

ঋষি কাপুর, রাজীব কাপুর,রণধীর কাপুর। বামে অল্প বয়সে রাজীব কাপুর

ঋষি কাপুর, রাজীব কাপুর,রণধীর কাপুর। বামে অল্প বয়সে রাজীব কাপুর

ঋষি কাপুর এবং রণধীর কাপুরের ছোটভাই অভিনেতা রাজীব কাপুর মারা গেছেন। মঙ্গলবার সকালে হার্ট অ্যাটাক করলে রাজীব কাপুরকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে রণধীর কাপুর বলেন, ‘ছোটভাইকে হারালাম। ও আর নেই। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারল না।’

রণধীর কাপুর আরও বলেন, ‘আমি হাসপাতালেই আছি। মরদেহ নেয়ার জন্য অপেক্ষা করছি।’

১৯৮৩ সালে রাজীব মেহরা পরিচালিত 'এক জান হ্যা হাম' সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন রাজীব কাপুর। ‘রাম ‘তেরি গঙ্গা মেইলি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন ‘আসমান’, ‘লাভার বয়’ এবং ‘জবরদস্ত’ সিনেমায় কাজ করে।

১৯৯০ সালে ‘জিম্মেদার’ সিনেমায় শেষবার দেখা গিয়েছিল রাজীব কাপুরকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ