Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১

দাবাড়ু আনন্দের ভূমিকায় আমিরকে চান প্রযোজক

আমির খান

আমির খান

গুঞ্জন উঠেছিল দক্ষিণ তারকা ধানুশকে দেখা যাবে ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের বায়োপিক। এখন প্রযোজক নিজেই জানালেন নাম ভূমিকায় আমির খানকে চান তিনি। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দাবাড়ু আনন্দের বায়োপিকে আমিরের কথা চিন্তা করেছেন প্রযোজক। তবে কাগজে-কলমে এখনো প্রস্তাব যায়নি আমিরের কাছে।

এর আগে মঙ্গল পাণ্ডে, মহাবীর সিংহ ফোগাতের মতো একাধিক চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন আমির। তিনি দাবা খেলায়ও পটু। এর আগে বিশ্বনাথন আনন্দের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেখা গেছে আমিরকে। ম্যাচের পর আমিরের প্রশংসাও করেছিলেন আনন্দ। এই বায়োপিক তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট, তাই কাস্টিংয়ে কোনো ফাঁক রাখতে চাইছেন না নির্মাতারা।

তবে শেষ পর্যন্ত আমির এই ছবি করতে পারবেন কি-না, তা নির্ভর করবে অনেক বিষয়ের ওপর। আপাতত ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে।

বর্তমানে হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আমির খান। ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া এ ছবিতে নায়িকা হিসেবে আছেন কারিনা কাপুর খান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ