Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১

নানা হলেন ডিপজল

ডিপজল, ডানে ডিপজলকন্যা ওলিজা ও তার মেয়ে

ডিপজল, ডানে ডিপজলকন্যা ওলিজা ও তার মেয়ে

আবারও নানা হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তবে এবার তিনি নাতনীর মুখ দেখলেন। যা মনোয়ার পরিবারে প্রথম।

রাজধানীর একটি হাসপাতালে ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার কন্যাসন্তানের জন্ম দেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে ওলিজা নিজেই সুসংবাদটি জানান।

নবজাতকের নাম রাখা হয়েছে ওরাহ রহমান ওযজি। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।

মেয়ের সঙ্গে ছবি প্রকাশ করে ওলিজা ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের মেয়ে সন্তান হয়েছে। দেখুন ওরাহ রহমান ওযজিকে। মনোয়ার পরিবারের প্রথম নাতনী। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হুম্মা বারিকলানা।'

২০১৮ সালের ১৯ জুন গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ রহমান। ২৮ জুন তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। এরপর ২০১৯ সালের ১০ নভেম্বর প্রথম ছেলে সন্তানের জন্ম দেন ডিপজলকন্যা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ