Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০২১

সঙ্গীত পরিচালক আলী হোসেন আর নেই

আলী হোসেন

আলী হোসেন

সঙ্গীত পরিচালক আলী হোসেন আর নেই। ১৬ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে যুক্তরাষ্ট্রের বোস্টনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন ধরে আলী হোসেন বোস্টনের এক হাসপাতালে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

উল্লেখ্য, ১৯৪০ সালের ২৩ মার্চ কুমিল্লায় জন্মগ্রহণ করেন আলী হোসেন। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া মোস্তাফিজের ‘ডাক বাবু’ ছবিতে প্রথমবার সঙ্গীত পরিচালনা করেন।

‘ডাক বাবু’ চলচ্চিত্রে শাহনাজ রহমতুল্লাহর গাওয়া ‘হলুদ বাঁটো মেন্দি বাঁটো’ গানটি এখনো জনপ্রিয়। এছাড়া অসংখ্য ছবিতে কাজ করেন তিনি। 

আলী হোসেনের কালজয়ী গানের মধ্যে রয়েছে- কতো যে তোমাকে বেসেছি ভালো, অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, আরে ও প্রাণের রাজা তুমি যে আমার, এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে, ও দুটি নয়নে স্বপনে চয়নে, কে তুমি এলে গো আমার এ জীবনে, কেহই করে বেচাকেনা।

১৯৮৯ সালে কামাল আহমেদের ‘ব্যথার দান’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আলী হোসেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ