Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১

অসুস্থ হয়ে হাসপাতালে এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামান

আবারও অসুস্থ হয়ে পড়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে জরুরিভিত্তিতে ভর্তি করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে কোয়েল আহমেদ।

কোয়েল আহমেদ জানিয়েছেন, ‘দুদিন ধরে আব্বার শরীরটা খারাপ। আজ একটু বেশি। তাই হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসক বলেছেন, আব্বার অক্সিজেন লেভেল কমে গেছে। তা বাড়ানোর চেষ্টা চলছে। একদিন পর্যবেক্ষণ করে উনার শরীরের পুরো অবস্থা জানাবেন ডাক্তার।’

এটিএম শামসুজ্জামানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে কোয়েল।

জানা গেছে, আজগর আলী হাসপাতালের ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এটিএম শামসুজ্জামান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ