Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২১

রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সম্প্রতি গুঞ্জন উঠেছে বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেননা তিনি দেখা করেছেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলির সাথে। তাই সকলেই ভাবছিলেন রাজনীতিতে আসছেন বুম্বাদা। কিন্তু সব জল্পনার খোলাসা করলেন প্রসেনজিৎ নিজেই।

প্রসেনজিৎ বলেছেন, রাজনীতিতে আসার জন্য আমার আরো ৫ বছরের প্রস্তুতি প্রয়োজন। যদি রাজনীতিতে আসতেই হয়, তাহলে আমায় এই প্রস্তুতি নেয়ার জন্য সময় দিতেই হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সম্প্রতি একটি বই লিখেছেন অনির্বাণ গাঙ্গুলি। নাম ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’। মঙ্গলবার সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সেই বইটির একটি কপি অভিনেতাকে উপহার দেন অনির্বাণ।

আর সেই ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয় জল্পনা-কল্পনার। ছবি পোস্ট করেছেন অনির্বাণ নিজেও।

অনির্বাণ লিখেন, বাংলার সংস্কৃতির অন্যতম আইকন এবং গর্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পেরে খুশি। আমাদের দুজনের মধ্যে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়েছে। আমি ওকে অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি-বইটির একটি কপি উপহার দিয়েছি। আমরা আবারো পশ্চিমবঙ্গকে ভারতীয় সংস্কৃতির হৃদয় হিসাবে ফিরে পেতে চাই।

আইনিউজ/এসডিপি

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ