Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০২১

তাজউদ্দীন চরিত্রে ফেরদৌস পরিবর্তে দেখা যাবে রিয়াজকে

শুরু হয়ে গেছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং। ছবিটিতে তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। কিন্তু হঠাৎ করে জানা গেল এই চরিত্রে ফেরদৌস নয়, দেখা যাবে চিত্রনায়ক রিয়াজকে।

‘বঙ্গবন্ধু’ সিনেমার বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার ও নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হ্যা, তথ্যটি সঠিক। ফেরদৌস আহমেদের পরিবর্তে এ চরিত্রে রিয়াজ আহমেদকে নেয়া হয়েছে। কিছু টেকনিক্যাল কারণ ছিলো এই পরিবর্তনের।’

জেমি আরও জানান, ‘এরইমধ্যে মুম্বাই গিয়ে সিনেমার প্রথম লটের শুটিংও করেছেন রিয়াজ। বাংলাদেশে যখন বাকি অংশের শুটিং হবে সেখানেও যোগ দেবেন তিনি।'

ধারণা করা হচ্ছে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ফেরদৌসের। সেজন্যই মুম্বাইয়ে গিয়ে তার পক্ষে শুটিং করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার টিম থেকে তিনি বাদ পড়লেন। আর সেখানে যোগ দিলেন রিয়াজ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ