Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২১

থু থু দিলে তো নিজের গায়েই আসে: শাকিব খান

শাকিব খান

শাকিব খান

সম্প্রতি একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। আর এতেই অনেক ক্ষেপেছেন শাকিব খান।

শাকিব খান বলেছেন, সিনেমা তো এখন অনেকেই নির্মাণ করছেন। গণমাধ্যমের কল্যাণে এমন কিছু দেখি যা নিজেরই লজ্জা হয়। সিনেমাটা এতো নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে, কি বলবো সেটা! উপরে থু থু দিলে তো নিজের গায়েই আসে। নিজের কাছেই লজ্জা লাগে। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) লিডার, আমিই বাংলাদেশ’ ছবির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন শাকিব খান।

পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রির উদাহরণ দিয়ে শাকিব খান বলেন, পাশের দেশের ছোট ছোট ইন্ডাস্ট্রি এখন কোথায় চলে গেছে। বলিউডকে ছাড়িয়ে তারা সিনেমা বানাচ্ছে। বাজেট ৩০০-৪০০ কোটি রুপি। অথচ আমাদের সিনেমার অবস্থা কী! ১০-২০ লাখ টাকায় নাকি সিনেমা বানানো হবে এখন। কোথায় নেমে এসেছি। কী চিন্তা আমাদের! 

এক পর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেন শাকিব খান। বেশ রাগ করেই নায়ক বললেন, তারা বলছে, ভাই না খেয়ে মরছে তাদেরকে কাজ দিচ্ছি। তোমার কাজ দেয়ার কোনো দরকার নেই ‘স্টুপিড’। তুমি কে কাজ দেওয়ার! আমার ১০০ সিনেমার দরকার নেই। দরকার ভালো একটি সিনেমা।

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিস্বাক্ষর করেন শাকিব খান ও শবনম বুবলি। এ সময় পরিচালক তপু খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সিনেমাটির শুটিং আগামী মার্চে শুরু হওয়ার কথা রয়েছে। শাকিব-বুবলি ছাড়াও এতে আরো অভিনয় করবেন মাসুম বাশার, মিলি বাশার, মুকিত জাকারিয়া প্রমুখ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ