Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১

করোনার টিকা নিলেন মৌসুমী-ওমর সানী-তাহসান

টিকা নিচ্ছেন ওমর সানী-মৌসুমী-তাহসান

টিকা নিচ্ছেন ওমর সানী-মৌসুমী-তাহসান

করোনাভাইরাসের টিকা নিলেন গায়ক ও নায়ক তাহসান খান। একই দিনে টিকা নিয়েছেন তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিএনএস হাজী মহসিন হাসপাতালে এই তারকা দম্পতি টিকার প্রথম ডোজ নেন।  তাহসান টিকা নিয়েছেন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে।

টিকা নিয়ে ওমর সানী ফেসবুকে ছবি প্রকাশ করে লেখেন, 'আলহামদুলিল্লাহ। আজ কভিড-১৯ এর টিকার ১ম ডোজ নিয়েছি। দেশবাসীকে কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ে কোভিড টিকা নেওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ’

একই দিনে কয়েকটি ছবি পোস্ট করেছেন তাহসান লিখেছেন, আপনাদের অনবদ্য আত্মত্যাগের জন্য ধন্যবাদ আমাদের সম্মুখসারির যোদ্ধারা।’

এর আগে বিনোদন অঙ্গন থেকে টিকা নিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা, তার স্বামী ও চিত্রনায়ক আলমগীর, সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, অভিনেত্রী নিমা রহমান, রকস্টার জেমস, চিত্রনায়ক নাইম, চিত্রনায়িকা শাবনাজ, অভিনেতা চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু ও অভিনেত্রী তারিনসহ অনেকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ