Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২১

নতুন রূপে ভক্তদের সামনে আলিয়া (ভিডিও)

গাঙ্গুবাঈ রূপে আলিয়া

গাঙ্গুবাঈ রূপে আলিয়া

নতুন রূপে আসছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে টিজার প্রকাশ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

কামাথিপুরার যৌনপল্লী গড়ে তোলেন গাঙ্গুবাই। এখানে শুধু সূর্যের উদয় নয়, পাখি ডাকতে গেলেও অনুমতি নিতে হয় গাঙ্গুবাইয়ের। কামাথিপুরাকে হাতিয়ার করেই গাঙ্গুবাই কীভাবে রাজনীতির মঞ্চ থেকে  নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেন, সেই গল্পই তুলে ধরা হয়েছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবিতে।

টিজারে দেখা গেল কপালে বড় লাল টিপ। লম্বা বিনুনি। পরনে ঘাগরা, মাথা ঢাকা ওড়নায়। চেয়ারের উপর পা তুলে বসে রয়েছেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ওরফে আলিয়া ভাট।

নিজের ইনস্টাগ্রাম পেজে ‘গাঙ্গুবাঈ’য়ের পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী। যা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। প্রশংসা করছেন শাহরুখ খানের মতো বলিউড তারকারাও।

আলিয়া ছাড়াও অনান্য চরিত্রে রয়েছেন অজয় দেবগণ, ইমরান হাশমি, হুমা কুরেশির মতো অভিনেতা-অভিনেত্রীরা। আগামী ৩০ জুলাই মুক্তি পাবে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ