Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২১

সোমবার থেকে বাংলায় জনপ্রিয় দুই কার্টুন সিরিজ

দুই কার্টুন সিরিজের চরিত্র

দুই কার্টুন সিরিজের চরিত্র

শিশুদের আনন্দ দেয়ার জন্য প্রতিনিয়র নির্মিত হচ্ছে নতুন নতুন কার্টুন। যার মধ্যে দুইটি কার্টুন সিরিজ ‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’ ও ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’। সুখবর হচ্ছে সোমবার থেকে এই সিরিজগুলো দেখা যাবে দুরন্ত টিভিতে। যেখানে বাংলায় কথা বলবে কার্টুন চরিত্রগুলো।

‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’

চ্যানেলটি জানিয়েছে, সিরিজ দুটি সোমবার থেকে প্রচারিত হবে দুরন্ত টিভিতে। ‘কুংফু পান্ডা’ দেখা যাবে সকাল ১০টায়, দুপুর দেড়টায় ও রাত সাড়ে ৮টায়। ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’ প্রচার হবে সকাল সাড়ে ১০টা, দুপুর ২টায় ও রাত ৯টায়।

বিশ্বের বিভিন্ন দেশে কার্টুন সিরিজ দুটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবার দর্শকেরা বাংলায় উপভোগের সুযোগ পাচ্ছেন। 

‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’

বিশালদেহী পান্ডা পো ও তার বন্ধুদের মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’। অন্যদিকে চার পেঙ্গুইন বন্ধুর দারুণ মজার অভিযানের গল্পে তৈরি হয়েছে ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ