Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১

বইমেলায় আসছে কুসুম সিকদারের প্রথম গল্পের বই

কুসুম শিকদার

কুসুম শিকদার

অভিনেত্রী কুসুম সিকদার। অভিনয় জীবনে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও লেখক হিসেবে রয়েছে তার খ্যাতি।

‘নীল ক্যাফের কবি’ নামে কবিতার বই প্রকাশ করে প্রশংসিত হয়েছেন কুসুম শিকদার। এবার তিনি আসছেন নিজের লেখা প্রথম গল্পের বই নিয়ে।

আসন্ন বইমেলা উপলক্ষে গল্পের বই নিয়ে প্রস্তুত কুসুম সিকদার। বইয়ের নাম ‘অজাগতিক ছায়া’, প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি প্রকাশ পাবে তাম্রলিপি প্রকাশনী থেকে।

কুসুম জানান, এর আগে আমার লেখা কবিতার বই প্রকাশিত হয়েছে। অনেকদিন ধরেই গল্প লেখার চেষ্টা করছি। এর আগে একটি বড় গল্প ডেইলি স্টার পত্রিকার ঈদ সংখ্যায় ছাপা হয়, এরপর গত বছর আরো একটি গল্প ছাপা হয় বাংলা ট্রিবিউনের ঈদ সংখ্যায়। তাই সাহস করে আসছে বই মেলায় গল্পের বই প্রকাশের উদ্যোগ নিয়েছি।

কুসুম জানান, ‘অজাগতিক ছায়া’র সব কাজ সম্পন্ন! আশা করছি বইমেলার শুরু থেকেই তাম্রলিপির স্টলে পাওয়া যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ