Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৩২, ১ মার্চ ২০২১
আপডেট: ১১:২৫, ১ মার্চ ২০২১

অফিশিয়াল ট্রেইলার নিয়ে ‘স্ফুলিঙ্গ’ আসছে আজ

অফিশিয়াল ট্রেইলার নিয়ে আসছে ‘স্ফুলিঙ্গ’

অফিশিয়াল ট্রেইলার নিয়ে আসছে ‘স্ফুলিঙ্গ’

সম্প্রতি মুক্তি পায় পরিচালক দীপঙ্কর দীপনের তারকাবহুল সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এর টিজার। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। সেই টিজারের রেশ কাটতে না কাটতেই এবার মুক্তি পেতে যাচ্ছে তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’ এর অফিশিয়াল ট্রেইলার। আজ ১ মার্চ প্রকাশ্যে আসবে ট্রেইলারটি।

আরও আগেই মুক্তি পায় ‘স্ফুলিঙ্গ’র ফার্স্ট লুক, অফিশিয়াল পোস্টার। আর এবার ট্রেইলারের মাধ্যমেই জানান দেয়া হবে সিনেমার আগমনীবার্তা। আগামী ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। এর আগে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। গত বছরের ১১ ডিসেম্বর থেকে এটির শুটিং শুরু হয়। রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে ২৩ দিন ধরে চলে শুটিংয়ের কাজ।

সে রাতে আমি ঘুমাতে পারিনি। সারারাত ছটফট করলাম। মহসেন মাখমালবফের কথাগুলো বারবার মনে পড়ছিল আর মনে হচ্ছিল আমার সিনেমা বানানো দরকার আবারও...

তৌকীর আহমেদ

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম এবং পরীমনি। এই ছবির মাধ্যমে দীর্ঘ তেরো বছর পর তৌকীরের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মম। এর আগে ‘দারুচিনি দ্বীপ’ ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রওনক হাসান, শহীদুল আলম সাচ্চু, মামুনুর রশীদসহ আরও অনেকে।

এর আগে বেশ কয়েকটি ছবি নির্মাণ করে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন তৌকীর আহমেদ। ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’, ‘ফাগুন হাওয়ায়’ ‘জয়যাত্রা’, ‘হালদা’ ও ‘রূপকথার গল্প’। ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। এর আগে ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ ছবিতেও সংগীত পরিচালনা করেন তিনি।

আইনিউজ/আরআর

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ