Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ২ মার্চ ২০২১
আপডেট: ২৩:৩৫, ২ মার্চ ২০২১

প্রথম বাংলা থ্রি ডি ছবি নিয়ে আসছেন জয়া

জয়া আহসান

জয়া আহসান

প্রথম বাংলা থ্রি ডি ছবি নিয়ে আসছেন জয়া আহসান। ‘অলাতচক্র’ নামের সেই ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে।

বিখ্যাত লেখক আহমদ ছফার জীবন নিয়ে তৈরি এই ছবি। স্বভাবে প্রথাবিরোধী এবং দুঃসাহসিক বলে পরিচিত এই সাহিত্যিক ৭১-এর মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ নেওয়ার জন্য পা রেখেছিলেন কলকাতায়। তার ভালবাসার মানুষ তায়বাও সেই সময় একই কারণে এসে পৌঁছেছিলেন কলকাতায়। 

ছবিটির পরিচালক হাবিবুর রহমান। তিনি জানান, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারসহ নানা প্রচারণা চলছে। তৈরি করা হয়েছে ফেসবুক প্রোফাইল স্টিকারও।

আহমদ ছফার চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। সাহিত্যিকের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে জয়াকে।

‘অলাতচক্র’ উপন্যাসটি ১৯৮৫ সালে প্রকাশ হয়। ২০১৯ সালে চলচ্চিত্রটি শুরু হয়ে সে বছরের শেষদিকে এর কাজ শেষ হয়। গত বছরের ১৫ ডিসেম্বর এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন, মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশারফসহ অনেকেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ