Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ৫ মার্চ ২০২১
আপডেট: ১৮:০৬, ৫ মার্চ ২০২১

সুশান্তের মৃত্যু

রিয়াসহ ৩৩ জনকে আসামি করে এনসিবির মাদক মামলার চার্জশিট

সুশান্ত-রিয়া

সুশান্ত-রিয়া

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদককাণ্ড নিয়ে নড়ে বসেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মাদকের সাথে যোগ আছে এমন কাউকেই ছাড়ছে না তারা। জিজ্ঞাসাবাদের জন্য বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, অর্জুন রামপালের ডাক পড়েছে এনসিবিতে। এতো জিজ্ঞাসাবাদের পর অবশেষে মাদক মামলার চার্জশিট জমা পড়েছে। যাতে আসামি করা হয়েছে রিয়া চক্রবর্তীসহ ৩৩ জনকে। 

প্রিন্ট করা চার্জশিট প্রায় ১২ হাজার পৃষ্ঠা। তবে ডিজিটাল ভার্সনে চার্জশিটের পাতা সংখ্যা প্রায় ৫০ হাজার। এতে উল্লেখ করা হয়েছে কয়েকজন মাদকপাচারকারীর নাম।  মামলায় ২০০ জনের সাক্ষী নেয়া হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

২০২০ সালের ১৪ জুন সুশান্তের নিজ ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। এটি আত্মহত্যা না কি খুন এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত হওয়া যায় নি। তবে এই মৃত্যুর জেরে বেরিয়ে এসেছে বলিউডের মাদককাণ্ডের বিষয়ে অনেক তথ্য।

সুশান্তের মৃত্যু নিয়ে প্রাথমিকভাবে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করলেও পরে তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সুশান্তের মৃত্যু সংক্রান্ত অনুসন্ধানের দায়ভার তুলে দেয়া হয়। সেগুলো হলো- সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন), ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ও এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ