Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ৭ মার্চ ২০২১

বিজেপিতে নাম লেখালেন মিঠুন চক্রবর্তী

একই মঞ্চে মিঠুন-নরেন্দ্র মোদি

একই মঞ্চে মিঠুন-নরেন্দ্র মোদি

সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একে একে চলে যাচ্ছেন টলিউডেরর তারকারা। এইতো কিছুদিন আগে শ্রাবন্তী, পায়েল সরকার যোগ দিয়েছেন বিজেপিতে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো দলটিতে নাম লিখেয়েছেন মিঠুন চক্রবর্তী।

কলকাতায় সমাবেশে যোগ দিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচার অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই অভিযানের কিছু সময় আগে বিজেপিতে যোগ দেন মিঠুন।

নরেন্দ্র মোদির ব্রিগেড মঞ্চে ধুতি-পাঞ্জাবিতে আবির্ভূত হন মিঠুন চক্রবর্তী। সেসময় মোদির সঙ্গে একই মঞ্চে ভাগ করে নেওয়াকে ‘জীবনের স্বপ্নের দিন’ হিসেবে ব্যাখ্যা করেন মিঠুন। সেই সঙ্গে ওই মঞ্চ থেকেই নিজের ছায়াছবির নাটকীয় সংলাপকে বিজেপির নতুন স্লোগান হিসেবেও তুলে ধরেন তিনি।

মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তৃতায় বলেন, ‘আজ এখানে বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী আছে। তার জীবনকাহিনি, সংঘর্ষ এবং সাফল্য চমকপ্রদ।’

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, ব্রিগেডের মঞ্চে মিঠুনের ভাষণের আগাগোড়া ছিল নাটকীয়। তাকে দেখে চিৎকার করতে শুরু করেন উচ্ছ্বসিত বিজেপি কর্মী-সমর্থক। তা শুনে মিঠুন বলেন, ‘থোড়া খামোশ হো যাও, বোলনে তো দে।’ অর্থাৎ, একটু চুপ করুন, আমাকে বলতে দিন।

‘আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আসছি, এমন একটা জায়গা থেকে যার দু’দিকটাই অন্ধ। আমি যেখানে থাকতাম, সেই জায়গার ঠিকানা লিখতে হতো— জোড়াবাগান থানার পিছনে। কিন্তু সে দিন স্বপ্ন দেখেছিলাম, আমি জীবনে কিছু করব। কিন্তু এই স্বপ্নটা দেখিনি যে, এই মঞ্চে, যেখানে দেশের বড় বড় নেতা রয়েছেন, যেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী আসছেন, সেখানে আমি উপস্থিত থাকব। এটা স্বপ্ন নয়তো কী?’

রাজনাীতিতে আসার ব্যাখ্যা দিতে গিয়ে মিঠুন বলেন, ‘আর একটা স্বপ্ন আমি দেখেছিলাম যে, আমি গরিবদের জন্য কিছু করব। আজ মনে হচ্ছে, কোথাও যেন সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। এটা হবেই। কারণ স্বপ্ন শুধু দেখার জন্য নয়। তা সফল হওয়ার জন্যই আসে। কেউ যদি হৃদয় দিয়ে দেখে স্বপ্ন সফল হবেই।’

নিজেকে ‘গর্বিত বাঙালি’ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ‘দেশবন্ধু চিত্তরঞ্জন, রানি রাসমণি আসলে বাঙালি। যারা মানুষের হক কেড়ে নেওয়ার চেষ্টা করবে, সেখানে আমাদের মতো কিছু লোক বাধা হয়ে দাঁড়িয়ে যাবে।’

মিঠুনকে কাছে পেয়ে তার ছবির বিখ্যাত সংলাপ শুনতে চান অনেকেই। তা বুঝতে পেরে তিনি বলেন, ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগটা চলবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ