Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ৯ মার্চ ২০২১

মেয়ের পাশে চিরনিদ্রায় শায়িত চিত্রনায়ক শাহীন আলম

সংগৃহীত

সংগৃহীত

মেয়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শাহীন আলম। মঙ্গলবার (৯ মার্চ)  সকাল ১০টায় বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নায়কের ছেলে ফাহিম আলম জানান, তার বাবার দাফনের সময় পরিবারের সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র জগতের অনেকে উপস্থিত ছিলেন। এর আগে বাদ ফজর নিকেতন মসজিদে এ অভিনেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

ফাহিম আরও জানান, সকালে শাহীন আলমের মরদেহ তার মেয়ের কবরের পাশে ভাইয়ের কবরে দাফনের জন্য বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেই সময় মেয়রের অনুমতির জন্য কবরস্থান সংশ্লিষ্টরা মরদেহ দাফনে বাঁধা দেন। এজন্য় কিছু সময় কবর স্থানের সামনে অবস্থান করতে হয়েছে মরদেহ নিয়ে। পরে জটিলতা কাটিয়ে সুষ্ঠুভাবেই দাফন শেষ হয়েছে। 

উল্লেখ্য, সোমবার (৮ মার্চ) রাত ১০.০৫ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহীন আলম। তার কিডনিজনিত অসুখ মারাত্মক আকার ধারণ করেছিল। ফলে শনিবার (৬ মার্চ) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাহিন আলম। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সঙ্গেও কাজ করেছেন এই চিত্রনায়ক। দুই বাংলায় প্রশংসিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায়ও অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।

শাহিন আলম ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা, বাঘের বাচ্চা, বিদ্রোহী সালাউদ্দিনসহ বহু সিনেমায় অভিনয় করেছেন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর- চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন

 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ