Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ১০ মার্চ ২০২১

অবশেষে দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করলেন পরিচালক

দীঘি

দীঘি

দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পাচ্ছে আগামী ১২ মার্চ। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। কিন্তু প্রকাশের পরই সেটি ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে। বিব্রত হন দীঘি নিজেই। এমন পরিস্থিতিতে গণমাধ্যমে তিনি দাবি করেন, ‘ছবিটি বেশ মানহীন। সিনেমাটি চলবে না।’ 

আর এই মন্তব্য করেই মামলার মুখোমুখি হতে হলো দীঘিকে। তাও এক কোটি টাকার। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু দীঘি এবং তার বাবা সুব্রতের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

বুধবার (১০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করে দেলোয়ার জাহান ঝন্টু বলেন,  ‘আমার যে প্রোফাইল। আমার সিনেমার যে সংখ্যা ও সফলতা। তার সঙ্গে এই উপমহাদেশের আর কারো তুলনা হয় না। দীঘি ও তার পরিবার আমার যে মানহানি করেছে সেটির মূল্য ১০ কোটিরও বেশি। যদিও আমি এক কোটি টাকার মামলা করেছি।

তিনি জানিয়েছেন, ‘দীঘি, তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছি।’

ঝন্টু আরো বলেন, ছবি মুক্তির কয়েকদিন আগে যখন খোদ নায়িকাই বলে সেটি চলবে না। তখন মানুষ সেই ছবি দেখতে যাবে কেন? তার এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের হুমকি দিল। মানহানি ঘটালো। এটা না থামাতে পারলে কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে। সব প্রযোজক-পরিচালকরা হুমকির মুখে পড়বে।

নিজের প্রথম ছবিকে মানহীন বলায় ইউটিউবে এক ভিডিও সাক্ষাৎকারে মানহানির মামলার হুমকি দিয়েছিলেন পরিচালক ঝন্টু।

তিনি বলেছিলেন,  ‘নায়িকা হয়েও দীঘি ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার সমালোচনা করেছে। এটা ঠিক হয়নি। সে নায়িকা। তার কথায় দর্শক বিমুখ হবে। এতে করে সিনেমাটি চলবে না। দীঘির জন্য ১ কোটি টাকা ক্ষতি হবে আমার।

আমি ওকে ছাড়ব না। যেভাবেই হোক আমি ওকে ছাড়ব না। দীঘি যখন বলেছে, ‘সিনেমাটি চলবে না’ তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে।

কারণ শুটিং, ডাবিংয়ের সময় দীঘি এ সিনেমার প্রশংসা করেছে, এখন কেনো সে সমালোচনা করছে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং।’

যেই কথা, সেই কাজ। অবশেষে হুমকি অনুযায়ী দীঘির বিরুদ্ধে মামলা করে বসলেন পরিচালক ঝন্টু।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ