Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১১ মার্চ ২০২১
আপডেট: ২১:২৭, ১১ মার্চ ২০২১

দীঘির সম্পূর্ণ পারিশ্রমিক পরিশোধ করেননি নির্মাতা ঝন্টু!

দীঘি

দীঘি

দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। ট্রেলার প্রকাশের পরই যেটি ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে। এই ছবির জন্যই এক কোটি টাকার মুখোমুখি পড়তে হয়েছে দীঘিকে। এদিকে শোনা যাচ্ছে সিনেমায় কাজ বাবদ দীঘির পারিশ্রমিক এখনো পুরোপুরি পরিশোধ করেননি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

দীঘির বাবা সুব্রত চক্রবর্তী বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন, শুক্রবার ছবিটি মুক্তি পাবে অথচ এখনো পুরো পারিশ্রমিক পরিশোধ করেননি। ঝন্টু ভাইয়ের মতো একজন অভিজ্ঞ লোক যে আচরণ করছেন তা কাম্য নয়।

তিনি আরো বলেন, তিনি (ঝন্টু) সিনিয়র নির্মাতা। তার কথায় সব করেছি। ডাবিং শেষ করেও পারিশ্রমিক এখনো পরিশোধ হয়নি। আজকে না কালকে, এ রকম অনেক হয়েছে। তবুও মেনে নিয়েছি। শুধু আমার মেয়ে না, আমি নিজেও ক্যারিয়ারে প্রথমবার ঝন্টু ভাইয়ের নির্দেশনায় কাজ করলাম।

এ বিষয়ে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার প্রযোজক সিমি ইসলাম কলি বলেন, দীঘির পারিশ্রমিক এক লাখ টাকা বাকি আছে। কিন্তু তার সঙ্গে চুক্তি হয়েছিল কাজ শেষ হবে, তারপর পাওনা টাকা সে নিয়ে যাবে। একদিনের শুটিং বাকি ছিল, একটা গানের কিছু অংশ শুট করার কথা ছিল। কিন্তু দীঘি কথামতো সেই সময় দেয়নি।

উল্লেখ্য, ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে যায়। বিব্রত হন দীঘি নিজেই। এমন পরিস্থিতিতে গণমাধ্যমে তিনি দাবি করেন, ‘ছবিটি বেশ মানহীন। সিনেমাটি চলবে না।’ 

আর এই মন্তব্য করেই এক কোটি টাকার মামলার মুখোমুখি হতে হলো দীঘিকে। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু দীঘি. তার বাবা সুব্রত এবং মামার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

এদিকে ট্রেলারের সমালোচনা নিয়ে সিনেমার নায়ক আসিফ বলেন, ২ মিনিটের ট্রেইলারে অনেক কিছু বোঝা যায় না, একজন অভিনেতা অভিনেত্রী কেন ওই এক্সপ্রেশান বা ডায়লগ টা দিল, এটা আপনি পুরো সিনেমা না দেখলে বুঝতে পারবেন না।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ