Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ১২ মার্চ ২০২১

মমতাকে দেখতে এসে মিমির কান্না

সংগৃহীত

সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে বৃহস্পতিবার তাকে দেখতে যান টলিউড তারকা-এমপি মিমি চক্রবর্তী।

মমতার দেখার পর সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতালের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে কেঁদেই ফেলেন মিমি। 

মিমি বলেন, ‘দিদির জন্যই তো পুরো বাংলা। আজ তিনিই হাসপাতালে আছেন। এটা আমাদের কারোরই ভাল লাগছে না।’

মিমি চান, দ্রুত সুস্থ হয়ে উঠুন তার প্রিয় দিদি। সবাইকে মমতার জন্য প্রার্থনার অনুরোধ জানান তিনি।

আরেক অভিনেত্রী সায়ন্তিকা ছিলেন বাঁকুড়ায়। মমতার আহতের খবর জানতে পেরে উপোস করে স্থানীয় মন্দিরে পূজা দিয়েছেন সায়ন্তিকা।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নির্বাচনী প্রচারণার সময় ভিড়ের মধ্যে আচমকা ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। কপালে ও মাথায় আঘাত লাগে তার। আঘাত লাগে বাঁ পায়েও।

যদিও মমতা অভিযোগ করেছেন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়েছে। মমতা সাংবাদিকদের বলেন, ভিড়ের মধ্যে বাইরের চার-পাঁচজন লোক ঢুকে পড়েছিল। তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওরা ইচ্ছা করে ধাক্কা মেরেছে। এর পেছনে ষড়যন্ত্র ছিল। তিনি আহত হওয়ায় প্রচারণা মাঝপথে বন্ধ রেখেই তাকে কলকাতায় ফিরিয়ে নেওয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ