Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৮, ১৩ মার্চ ২০২১

অভিনেতা আশীষ বিদ্যার্থী করোনায় আক্রান্ত

আশীষ বিদ্যার্থী

আশীষ বিদ্যার্থী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা আশীষ বিদ্যার্থী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১২ মার্চ) এক ভিডিও প্রকাশ করে এই তথ্যটি জানিয়েছেন অভিনেতা নিজেই। তিনি জানান, ‘আমি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হচ্ছি। সব ঠিক আছে।’এ ছাড়া তার সংস্পর্শে আসা ব্যক্তিদের কোভিড-১৯ পরীক্ষার করার অনুরোধ করেছেন আশীষ।

ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘এই একটি পজিটিভ বিষয় আমি চাইনি। আমি কোভিড পজিটিভ হয়েছি। আমার সংস্পর্শে যারা এসেছেন দয়া করে পরীক্ষা করান। এখনো আমার কোনো উপসর্গ নেই। বিশ্বাস আছে খুব শিগগির সুস্থ হয়ে উঠব। আপনাদের শুভ কামনা ও ভালোবাসা আমার জন্য খুবই মূল্যবান।’

আশীষ বিদ্যার্থী হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ভাষার পাশাপাশি বাংলাদেশের সিনেমাতেও কাজ করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ