Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ১৪ মার্চ ২০২১

অঙ্কুশ-ঐন্দ্রিলার সহকারীর আত্মহত্যা: যা জানাল পুলিশ

পিন্টু দে`র সাথে অঙ্কুশ-ঐন্দ্রিলা

পিন্টু দে`র সাথে অঙ্কুশ-ঐন্দ্রিলা

গত ২ মার্চ কলকাতার কাঁকুড়গাছির বাড়ি থেকে অঙ্কুশ-ঐন্দ্রিলার ব্যক্তিগত সহকারী পিন্টু দে ওরফে বাপ্পার (৩৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাজস্থানের ভরতপুর থেকে আয়ুব খান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভরতপুরের কামান থানার আংগ্রাওয়ালির বাসিন্দা আয়ুব খান। গত বৃহস্পতিবার সকালে আয়ুবকে আটক করে পুলিশ। সেই দিনই তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে আসা অজ্ঞাতপরিচয় সুন্দরী নারীদের প্রোফাইল দেখে অনেকেই সাড়া দেন। এই ফাঁদে ফেলেই নিজেকে নারী দাবি করে বাপ্পার সঙ্গে চ্যাট করে জালিয়াত।

নারীর অশ্লীল ভিডিও পাঠিয়ে বাপ্পাকেও তার অশ্লীল ভিডিও পাঠাতে বলা হয়। সেই ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয় ব্ল্যাকমেইল। ভিডিওটি আপলোড করার ভয় দেখিয়ে অন্তত এক মাস ধরে বাপ্পাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। কখনও দুই, কখনও তিন হাজার টাকা চাওয়া হয়।

পরে দুই দফায় তিনি ৫ হাজার টাকা ও এক দফায় দশ হাজার টাকা ই-ওয়ালেটের মাধ্যমে জালিয়াতদের পাঠান বাপ্পা। এমনকি তিনি অঙ্কুশের কাছ থেকে টাকা চেয়েও জালিয়াতদের দেন বলে দাবি পরিবারের। সে টাকা পাঠানোর পরও বাপ্পার কাছ থেকে ১০ হাজার টাকা চাওয়া হয়।

কিন্তু ওই টাকা দেয়ার ক্ষমতা তার ছিল না। তখন জালিয়াত চক্রের সদস্য হোয়াটসঅ্যাপে একজন পুলিশ কর্মকর্তার ভুয়া পরিচয়পত্র পাঠায়। তিনি হুমকি দেন টাকা না দিলে তাকে গ্রেফতার করানো হবে। পরিবারের দাবি, বাপ্পা এই চাপ নিতে পারেননি বলেই আত্মহত্যা করেন।

পরিবারের অভিযোগ ছিল, নিয়মিত টাকা চেয়ে হুমকি দেয়া হতো পিন্টুকে। গত দেড় মাসে তার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৩০ হাজার ভারতীয় রুপি তুলে অজ্ঞাত ব্যক্তিকে পাঠানো হয়েছে। এ কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন পিন্টু।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ