Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ১৪ মার্চ ২০২১

কেমন আছেন নায়ক ফারুক?

ফারুক

ফারুক

ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠানকে শনিবার আইসিইউতে নেয়া হয়েছে বলে জানা গিয়েছিল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তিনি সুস্থ রয়েছেন।

অভিনেতার স্ত্রী ফারহানা পাঠান জানিয়েছে, বর্তমানে সুস্থ রয়েছেন এই অভিনেতা ও রাজনীতিবিদ। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

এক খুদে বার্তার মাধ্যমে ফারহানা পাঠান জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ। ফারুক এখন আগের চেয়ে বেশ সুস্থ আছেন।’ তিনি স্বামীর জন্য দোয়াও চেয়েছেন দেশবাসীর কাছে।

এদিকে ফারুকের একমাত্র পুত্র রোশন হোসেন পাঠান শরৎ বলেন, ‘বাবা চেকআপের জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুরে গিয়েছেন। বাবা হাসপাতালে আছেন। আইসিইউতে ছিলেন না। রুম্পা আপু তথ্যটি ভুল দিয়েছিলেন। তিনি সঠিকভাবে তথ্যটি পাননি। বাবার জন্য সবার কাছে দোয়া চাই। তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে দেশে আসতে পারেন।’

নিয়মিতই চেকআপের জন্য গত সপ্তাহ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। কিন্তু শনিবার (১৩ মার্চ) জানা যায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়েছে। কিন্তু অভিনেতার ছেলে বলছেন তাকে আইসিইউতে নেয়া হয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ