Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ১৪ মার্চ ২০২১

ছাড়পত্র পেল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার একটি দৃশ্য

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার একটি দৃশ্য

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছাড়পত্র পেয়েছে।

গত ডিসেম্বরে ছবিটি সেন্সর বোর্ড দেখলেও সেসময় ছাড়পত্র না দিয়ে কিছু সংশোধনী দেয়। বোর্ডের আপত্তিজনক দৃশ্যগুলো সংশোধন  করে পুনরায় জমা দিলে রোববার (১৪ মার্চ) সেন্সর ছাড়পত্র পেয়েছে এ সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ সারাদেশে মুক্তি পাবে এটি।

সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক বলেন, ‘আমরা তাদের কিছু সংশোধনী দিয়েছিলাম। আমাদের নির্দেশনা অনুযায়ী তারা ছবি জমা দেয়। বোর্ড শেষ পর্যন্ত ছবিটিকে ছাড়পত্র প্রদান করে।’

এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। এতে শান্ত খানের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন দীঘি।

ছবির পরিচালক সেলিম খান বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও কেউ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। সেটি আমরা প্রথমবার নির্মাণ করেছি। চলচ্চিত্রটি আগামী ২৬ মার্চ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখতে পারবেন চলচ্চিত্রপ্রেমীরা।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের আদর্শ এবং সঠিক ইতিহাসের অনেক কিছু এখনো নতুন প্রজন্মের কাছে অজানা। সেসব ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই নির্মাণ করেছি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি। আশা করছি সবার কাছে উপভোগ্য হবে এটি।’

সব প্রেক্ষাগৃহের পাশাপাশি এই চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সব স্কুল-কলেজে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে বলে জানান এই পরিচালক।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ