Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ১৫ মার্চ ২০২১

বিজেপির হয়েও মাঠে নামবেন একঝাঁক তারকা

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিজেপি। তৃণমূলের মতো এই দলের হয়েও মাঠে নামবেন একঝাঁক তারকা।

জানা গেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপি দাঁড় করিয়েছে পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, যশ দাশগুপ্তর মতো  নবাগতদের। পাশাপাশি টালিগঞ্জে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র লড়াই ঘিরেও আগ্রহ তুঙ্গে।

বলা হচ্ছে, রাজনীতির ময়দানে তুলনামূলক ভাবে ‘নতুন’দের ভেবেচিন্তেই দল টিকিট দিলেও তাদের অনেকে নিজেরাই জানতেন না, কোন কেন্দ্রের প্রার্থী হবেন।

বেহালা পূর্বের বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার বলেন, ‘কোন কেন্দ্র থেকে লড়ব, সে ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করা হয়নি। তবে বেহালার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের দায়িত্ব নিশ্চয়ই ভেবেচিন্তেই দেওয়া হয়েছে।’

হাওড়ার শ্যামপুর থেকে প্রার্থী হয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তিনি বলেন, ‘আমার বাবা ও মায়ের দিকের বেশ কিছু আত্মীয় থাকেন ওই এলাকায়। আমি যে টিকিট পাব, সেটা আগে থেকে জানতাম না। দায়িত্ব পাওয়াটা সম্মানের।’

হুগলির চণ্ডীতলা থেকে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন যশ। সদ্য রাজনীতিতে পা রাখা অভিনেতার কথায়, ‘চণ্ডীতলা এলাকার মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা শুনেছি। ক্ষমতায় এলে সেই সমস্যার সুরাহার চেষ্টা করব প্রথমে।’

সোনারপুর দক্ষিণ থেকে ঘোষণা করা হয়েছে যখন খবর পেলেন অঞ্জনা বসু, তখন তিনি খড়্গপুরে, প্রচারে। খড়্গপুর থেকে প্রার্থী হয়েছেন হিরণ, সে ঘোষণা আগেই হয়েছে। তবে বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা এখনো প্রকাশিত হয়নি।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

বিধানসভা নির্বাচনে একঝাঁক তারকাকে নিয়ে মাঠে নামছেন মমতা

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ