Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ১৬ মার্চ ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নিলেন আমির

আমির খান

আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ে পুরোপুরি মনোযোগ রাখার জন্য বন্ধ করে দিয়েছিলেন মোবাইল ব্যবহার। এদিকে নিজের ৫৬তম জন্মদিন উদযাপনের একদিন পর সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেনআমির খান। সেখানে তিনি লেখেন, ‘সবাইকে জন্মদিনে এতো ভালোবাসা প্রকাশ করার জন্য শুরুতেই ধন্যবাদ জানাই।

আপনাদের ভালোবাসায় আমার হৃদয় পরিপূর্ণ। হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই আমার শেষ পোস্ট হতে যাচ্ছে। কাজের চাপ এবং বেশ কিছু কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবসরে যাচ্ছি। তবে আপনাদের সঙ্গে আগের মতই যোগাযোগ হবে।’

আমির জানান, তার প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে আগামী দিনে তার সিনেমা সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে। এ ছাড়া ইউটিউবে খুলতে যাচ্ছেন নতুন চ্যানেল।

সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’র পোস্ট প্রডাকশনের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আমির। চলতি বছর আরও দুটি সিনেমায় কাজ শুরু করার কথা রয়েছে তার। যার মাঝে একটি বায়োপিক হবে বলে ধারণা করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ