Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ২০ মার্চ ২০২১
আপডেট: ২০:৫৪, ২০ মার্চ ২০২১

ছিনতাইকারীর কবলে সংগীতশিল্পী মিলা!

মিলা

মিলা

ছিনতাইকারীর কবলে পড়ে মুঠোফোন হারানোর অভিযোগ তুলেছেন সংগীতশিল্পী মিলা। বৃহস্পতিবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনে জ্যামে ছিনতাইয়ের শিকার হন বলে জানান মিলা নিজেই।

মিলা বলেন, ‘লাইফ এ প্রথম ছিনতাইকারীর কবলে পরলাম! আর্মি স্টেডিয়াম এর সামনে থেমে থাকা জ্যাম!! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল। হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে, ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেল! মন থেকে যাচ্ছে না ঘটনাটি।’

হাতে আঘাত পেলেও তিনি সুস্থ আছেন বলে জানালেন। মিলা বলেন, ‘আমি ঠিক আছি। কবজি ফুলে গিয়েছে কিন্তু ঠিক হয়ে আসবে আগামীকালের মধ্যে ইনশা আল্লাহ!’

মিলা এ ঘটনায় পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কিনা তা জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগ করলে ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

সাবেক স্বামীর সঙ্গে মামলা-মোকদ্দমায় জড়িয়ে বেশ বিপর্যস্ত জীবন কাটাচ্ছেন এই সংগীত শিল্পী। মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’ বের হয় ২০০৬ সালে। ২০০৮ সালে তার দ্বিতীয় একক অ্যালবাম, ফুয়াদ ফিচারিং ‘মিলা চাপ্টার-২’ বের হয়। ২০০৯ সালে, ফুয়াদ ফিচারিং মিলা ‘রি-ডিফাইন্ড’ বের হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ