Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ২১ মার্চ ২০২১

অভিনেতা সোহম চক্রবর্তী সোয়াইন ফ্লুতে আক্রান্ত

সোহম চক্রবর্তী

সোহম চক্রবর্তী

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। ১৯ মার্চ তাকে একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা সোয়াইন ফ্লুর বিষয়ে জানান।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সোহম শঙ্কামুক্ত। তবে তাকে আরও কিছুদিন চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন। 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন সোহম চক্রবর্তী।  আগামী ১ এপ্রিল চণ্ডীপুরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। এদিকে প্রচার যখন শেষের দিকে ঠিক সেই সময় অসুস্থ হয়ে পড়লেন সোহম। 

২০১৪ সালেও তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয়ার মাধ্যমে কলকাতার রাজনীতিতে অভিষেক হয় টালিউডের জনপ্রিয় এ নায়কের। বর্তমানে তিনি তৃণমূলের যুব শাখার সহ-সভাপতি। ২০১৬ সালে বড়জোড়ার প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ভোটযুদ্ধের ময়দানে নামেন তিনি। 

প্রথমবার পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস জয় পেলেও ওই কেন্দ্রে সোহম হেরে যান। আর ২০২১ সালের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম তারকা সৈনিক হিসেবে প্রার্থী হয়েছেন তিনি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ