Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ২২ মার্চ ২০২১

আইসিইউতে নির্মাতা কাজী হায়াৎ

কাজী হায়াৎ

কাজী হায়াৎ

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। জানা গেছে, তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

নির্মাতার পুত্র অভিনেতা কাজী মারুফ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২২ মার্চ) ভোর ৬টায় কাজী হায়াতকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন কাজী মারুফ। তিনি তার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, ‘আসলে বয়স্ক মানুষ তো, করোনার ধকলটা সামলাতে পারছেন না। বাবার অবস্থা এই ভালো এই মন্দ। দোয়া চাই সবার কাছে বাবা যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে।’

রাজধানীর পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার কর্মকর্তা আকলিমা খানম লিমাও জানান, করোনায় আক্রান্ত কাজী হায়াতের শারীরিক অবস্থা ভালো নয়। তাকে সার্বক্ষণিক পরিচর্যায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে গত ১১ মার্চ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় এই পরিচালক। তবে কাজী হায়াতের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ২ মার্চ করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন জনপ্রিয় এই পরিচালক। টিকা গ্রহণের সপ্তাহ খানেকের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি ও তার স্ত্রী। কাজী হায়াৎ এর শারীরিক অবস্থা জটিল হলেও মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে তার স্ত্রীর অবস্থা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ