Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ২২ মার্চ ২০২১

নতুন লুকে ভক্তদের সামনে অনন্ত জলিল

ভাইরাল হওয়া অনন্ত জলিলের ছবিটি

ভাইরাল হওয়া অনন্ত জলিলের ছবিটি

চিত্রনায়ক অনন্ত জলিল। সম্প্রতি শুরু করেছেন নতুন সিনেমার কাজ। সিনেমার নাম ‘নেত্রী : দ্য লিডার’। যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বর্ষাকে। আর তার বডিগার্ড হিসেবে পর্দায় হাজির হবেন অনন্ত।

বডিগার্ড হিসেবে দেখতে কেমন লাগবে অনন্ত জলিলকে? তাইতো ভক্তদের জন্য প্রকাশ করলেন সেই সিনেমার নতুন লুক।

সাদা শার্টের উপর হালকা সবুজ রঙের স্যুট-টাই। মাথার চুল স্পাইক করা অনন্তের ছবিটি ভাইরাল হয়েছে সম্প্রতি। ১ ঘণ্টার মধ্যে ২৮ হাজার রিয়েক্ট পড়া ছবিটি শেয়ার করেছেন দেড় শতাধিক নেটবাসী।

অনন্ত জলিল নতুন লুকের ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘নেত্রী : দ্য লিডার মুভির আরও একটি লুক।‘ এদিকে নিশ্চিত হওয়া গেছে, বর্তমানে সিনেমাটির শুটিং চলছে ভারতের হায়দরাবাদে। সেখানে অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে বাংলাদেশের বেশ কিছু শিল্পীরাও রয়েছেন।

এ সিনেমায় দেখা যাবে ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াতকেও। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের উপেন্দ্র মাধব।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ