Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৪৮, ২৩ মার্চ ২০২১

অভিনেতা শামীম আহমেদ নিখোঁজ

ছোট পর্দার অভিনেতা শামীম আহমেদ তিনদিন ধরে নিখোঁজ। গত শুক্রবার থেকে তাকে পাওয়া যাচ্ছে না৷

সোমবার (২২ মার্চ) বিষয়টি জানিয়েছেন শামীম আহমেদের স্ত্রী আশামনি।

আশামনি জানান, গত ১৪ই মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলার উদ্দেশ্যে শামীম আহমেদ বাসা থেকে বেরিয়ে যান। ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেছেন বলে আমাদের জানিয়েছেন। ১৬ মার্চ সকালে সেখান থেকে সিলেটে গিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, ১৯শে মার্চ রাতে আমাকে অন্য আরেকটি নাম্বার থেকে কল দিয়ে শামীম জানান, তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছে। সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর বাধার মুখে ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছে।

এরপর স্বামীর সন্ধানে আশামনি থানায়ও ছুটে গিয়েছেন তিনি।

তিনি বাসে করে ঢাকায় আসছেন, বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দিয়েছেন আমাকে। এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান, বাস থেকে টঙ্গীতে তিনি নেমে গিয়েছেন, আর কিছু জানেন না।

শামীমের স্ত্রী আরও জানান, আত্মীয়-স্বজন এবং ওনার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি ওনি। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি। কেউ ওনার কোনো ক্ষতি করলো কিনা সে চিন্তা মাথায় কাজ করছে।

আশামনি আরও জানান, স্বামীর সন্ধান পেতে তিনি রাজধানীর একটি থানায় গিয়েছেন। কিন্তু যেহেতু ঘটনার স্থান নিশ্চিত হওয়া যায়নি, তাই থানা জিডি নেয়নি।

উল্লেখ্য, স্ত্রী সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার একটি ছেলে ও দুইটি মেয়ে রয়েছে। প্রায় দুই দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত শামীম আহমেদ। কমেডি চরিত্রে টিভি নাটকে অভিনয় করে দারুণ জনপ্রিয় তিনি। তার অভিনয়ে পথচলার ১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ