Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ২৩ মার্চ ২০২১
আপডেট: ১৭:৫৬, ২৩ মার্চ ২০২১

করোনায় আক্রান্ত কার্তিক আরিয়ান

বলিউডে আরেক দফায় পড়েছে করোনাভাইরাসের হামলা। এবার ভাইরাস আক্রান্ত জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান।

সোমবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামেবড় প্লাসনিশান শেয়ার করে কার্তিক লিখেছেন, ‘পজিটিভ হয়ে গেলাম। প্রার্থনা করুন।

এমন খবরে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার ভক্তরা। সম্প্রতি কার্তিককে ল্যাকমি ফ্যাশন উইকে দেখা যায়। সেখানে ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরে হাঁটেন তিনি।

তবে করোনা পজিটিভ হওয়ায় কয়েকটা দিন তাকে ঘরবন্দি হয়ে কাটাতে হবে।

কার্তিকের সঙ্গে ওই ফ্যাশন উইকে হাঁটেন অভিনেত্রী কিয়ারা আডবাণীও। খুব শিগগির ‘ভুলভুলাইয়া টু’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। আপাতত কার্তিকের করোনা পজিটিভ হওয়ায় নিজেকে আইসোলেশনে রেখেছেন কিয়ারাও। যদিও তিনি এখনো করোনা টেস্ট করাননি।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ