Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:২২, ২৩ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৩, ২৩ মার্চ ২০২১

কেমন আছেন করোনায় আক্রান্ত কাজী হায়াৎ?

কাজী হায়াৎ

কাজী হায়াৎ

করোনায় আক্রান্ত জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার এক ভিডিও বার্তার মাধ্যমে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) থেকে শারীরিক সুস্থতার কথা জানিয়েছেন জনপ্রিয় পরিচালক নিজেই।

ভিডিও বার্তায় কাজী হায়াৎ সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘আমি এখন আইসিইউতে আছি। ভালো আছি। হয়তো এ যাত্রায় বেঁচেও যেতে পারি। আল্লাহর কাছে আপনাদের সকলের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।’

উল্লেখ্য, গত ২ মার্চ করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন জনপ্রিয় এই পরিচালক। টিকা গ্রহণের সপ্তাহ খানেকের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি ও তার স্ত্রী। কাজী হায়াতের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন অভিনেতা কাজী মারুফ। তিনিও দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ