Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ২৪ মার্চ ২০২১

মোদির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করব: শ্রাবন্তী

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে মাঠে নামবেন নায়িকা শ্রাবন্তী। কলকাতার বেহালা পশ্চিম কেন্দ্র থেকে লড়ছেন তিনি। মঙ্গলবার জমা দিয়েছেন মনোনয়নপত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রামে মনোনয়নপত্র জমা দেয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি, তোলাবাজি মুক্ত করে, বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফূর্তি করার দান খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সঙ্গে সোনার বাংলার সংকল্প নিয়ে বেহালা পশ্চিমে সুখে-দুঃখে সব সময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়ন পত্র জমা দিলাম।’

শ্রাবন্তীর পোস্টে লাইকের সংখ্যা ১৭ হাজারেরও বেশি। লাইক দিয়েছেন বিরোধী পক্ষের রাজনীতিবীদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কৌশানী মুখার্জিরা। প্রথম দুজন তৃণমূল কংগ্রেসের সাংসদ। কৌশানী আগামী নির্বাচনে মমতা ব্যানার্জির দলের প্রার্থী।

উল্লেখ্য, এক সময় মমতা ব্যানার্জির মঞ্চে দেখা যেত শ্রাবন্তীকে। তার এই পরিবর্তনে সমর্থন জানিয়েছেন নুসরাতের স্বামী নিখিল জৈনও।

তবে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক বিরোধিতা কেবল রাজনীতির মাঠেই সীমাবদ্ধ। পেশাগত দিক দিয়ে কোনো প্রভাব পড়েনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ