Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ২৭ মার্চ ২০২১
আপডেট: ২২:৪৮, ২৭ মার্চ ২০২১

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র ট্রেলার প্রকাশ (ভিডিও)

টুঙ্গিপাড়ার মিয়া ভাই

টুঙ্গিপাড়ার মিয়া ভাই

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্য জীবনের গল্প নিয়ে সেলিম খানের সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সেন্সর বোর্ডের নির্দেশনায় কাটছাঁটের পর ছবিটি প্রদর্শনের অনুমতি পেয়েছে সম্প্রতি।

শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রকাশিত করা হয়েছে  ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’-এর ট্রেলার। যাতে উঠে এসেছে বঙ্গবন্ধুর শৈশব থেকে ভাষা আন্দোলন সময় পর্যন্ত গল্প। এসেছে স্কুল জীবনে তার রাজনৈতিক সচেতনতা ও প্রতিবাদী ভূমিকার কথা। 

জীবনীভিত্তিক ছবিটির শুটিং সম্পন্ন হয় গত বছর। ডিসেম্বরেই ছিল মুক্তির পরিকল্পনা। কিন্তু সেন্সর বোর্ডের অনুমতির জন্য আটকে যায়।

পরে ২৬ মার্চ ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তির কথা ছিল। কয়েক দিন আগে বোর্ড সদস্যরা কিছু কাটছাঁট সাপেক্ষে ছবিটিকে ছাড়পত্র দেন। কিন্তু সেন্সর বোর্ড সদস্যরা আবার ছবিটি দেখতে চাওয়ায় মুক্তি স্থগিত হয়ে যায়। আগামী ২ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনী। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ