Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৭:২৮, ২৮ মার্চ ২০২১

করোনামুক্ত কাজী হায়াৎ, ফিরেছেন বাসায়

কাজী হায়াৎ

কাজী হায়াৎ

জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ বাসায় ফিরেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পরিচালকের ছেলে অভিনেতা কাজী মারুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে নমুনা পরীক্ষা করার পরে বাবার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরেই তাকে বাসায় নেয়ার পরিকল্পনা করা হয়।

গত ২ মার্চ করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন জনপ্রিয় এই পরিচালক। টিকা গ্রহণের সপ্তাহ খানেকের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি ও তার স্ত্রী। আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াত। কিন্তু পরে শ্বাসকষ্ট বাড়তে থাকায় ১৫ মার্চ তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াত। পরে আলমগীর কবিরের সঙ্গে ‘সীমানা পেরিয়ে’ ছবিতেও সহকারী পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি।

১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন এ পরিচালক।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ