Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৩:১৯, ২৯ মার্চ ২০২১

প্রথমবার নাচের তালে নওয়াজউদ্দিন

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে নাচলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। গানের নাম বারিশ কি জায়ে । গানটি প্রকাশ পায় শনিবার।

নওয়াজউদ্দিনকে এ সিনেমায় দেখা যায় পাড়ার মস্তানের চরিত্রে, যিনি মানসিকভাবে দুর্বল এক মেয়ের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। মিউজিক ভিডিওর এ গল্প সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। পুরনো দিল্লিতে ভারত ঠাকুর নামে এক মস্তান কৌশাল্য দেবী নামে এক মেয়েকে বিয়ে করেন। মেয়েটির পরিবারে শুধু তার দাদি থাকতেন। পরবর্তীতে এ দম্পতি দুই ছেলের জন্ম দেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বি প্রাক গানটিতে কণ্ঠ দেন। গানের সুর ও কথা লিখেছেন জানি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরবিন্দর খাইরা, যিনি পাঞ্জাবের সেরা পরিচালকদের মধ্যে একজন। নওয়াজউদ্দিনকে এ গানের ভিডিওতে একেবারেই ভিন্ন রূপে দেখা যায়। হাতে বন্দুক থাকলেও এ প্রথমবার নওয়াজউদ্দিনকে নাচতে দেখা গেছে গানের তালে। নওয়াজউদ্দিনের ভক্তরা এতে ভীষণ খুশি।

নওয়াজউদ্দিনের প্রেমিকার চরিত্রে অভিনয় করেন সুনন্দা শর্মা। প্রেমিকার শিশুসুলভ কাজে হাসতে দেখা যায় নওয়াজউদ্দিনকে, কখনও তিনি নিজেও প্রেমিকার সঙ্গে তাল মিলিয়ে নেমে পড়েন দুষ্টুমিতে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ