Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০২, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৮:০২, ২৯ মার্চ ২০২১

ফিল্মফেয়ারে সেরা অভিনেতা ইরফান খান

ইরফান খান

ইরফান খান

ইরফান খান। সব সময়ই নতুন নতুন লুক আর সংলাপে মুগ্ধ করতেন দর্শকদের। কিন্তু গত বছর হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর শোক এখনও বয়ে বেড়ায় বলিউড। সেই শোক আরও বাড়িয়ে দিয়েছে ফিল্মফেয়ার আজীবন সম্মাননার পুরস্কার জয় করায়।

‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করে মরণোত্তর ফিল্মফেয়ারে ভূষিত হলেন ইরফান খান। একই সাথে তাকে জীবনকৃতি সম্মানও দেওয়া হয়েছে।

শনিবার (২৭ মার্চ) রাতে মুম্বাইয়ে বসে ফিল্মফেয়ারের ৬৬তম আসর। ষষ্ঠবারের মতো জেতা এই অ্যাওয়ার্ড ছুঁয়ে দেখা হলো না ইরফানের। বাবার পক্ষ থেকে এবার সেই পুরস্কার গ্রহণ করেছেন বড় ছেলে বাবিল।

বাড়ি ফিরে আগের পাঁচটি ফিল্মফেয়ারের পাশে রেখে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ফিল্মফেয়ার, তোমাকে ধন্যবাদ। আজ আমার বাবা নেই। তারপরও বাবার কাজের প্রতি সম্মান জানানোর জন্য আবারও ধন্যবাদ।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা প্রয়াত সুশান্তের ‘ছিছোরে’ ফিল্মফেয়ার না জিতলেও বিশেষভাবে স্মরণ করা হয়েছে অভিনেতাকে।

চলতি বছরের ফিল্মফেয়ার বিজয়ীদের তালিকা:

সেরা পরিচালক: ওম রাউত (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র), সেরা চলচ্চিত্র (সমালোচক): প্রতীক ভাটস (ইব আলে ও!), সেরা অভিনেতা: ইরফান খান (আংরেজি মিডিয়াম), সেরা অভিনেতা (সমালোচক): অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো), সেরা অভিনেত্রী: তাপসী পান্নু (থাপ্পড়), সেরা অভিনেত্রী (সমালোচক): তিলোত্তমা সোম (স্যার), সেরা সহ-অভিনেতা: সাইফ আলী খান (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র), সেরা সহ-অভিনেত্রী: ফারোখ খান (গুলাবো সিতাবো), সেরা কাহিনি: অনুভব সুশীলা সিনহা ও মৃন্ময়ী লাগো ওয়াইকুল (থাপ্পড়), সেরা চিত্রনাট্য: রোহেনা গেরা (স্যর), সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো), সেরা ডেবিউ পুরুষ পরিচালক: রাজেশ কৃষ্ণণ (লুটকেস), সেরা ডেবিউ নারী পরিচালক: আলায়া (জওয়ানি জানেমন), সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (লুডো), সেরা লিরিক্স: গুলজার (ছপাক), সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: রাঘব চৈতন্য (থাপ্পড়), সেরা মহিলা প্লেব্যাক গায়ক: আশিস কৌর (মলং), সেরা শর্টফিল্ম (ফিকশন): অর্জুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ