Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৪, ২৯ মার্চ ২০২১
আপডেট: ২৩:১৪, ২৯ মার্চ ২০২১

বিয়ে করলেন মৌসুমী-ওমর সানির ছেলে ফারদিন

স্ত্রী সাদিয়া রহমান আয়েশার সাথে ফারদিন এহসান স্বাধীন

স্ত্রী সাদিয়া রহমান আয়েশার সাথে ফারদিন এহসান স্বাধীন

বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। গত শুক্রবার (২৬ মার্চ) কানাডা প্রবাসী সাদিয়া রহমান আয়েশার সাথে স্বাধীনের বিয়ে আকদ সম্পন্ন হয়।

স্বাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। ছবি প্রকাশ করতেই তা ভাইরাল হয়ে পড়ে।

এ বিষয়ে ওমর সানি সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় বলেন, ‘গত ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আক্দ করে আমরা বউ নিয়ে এসেছি। আমাদের এখন চারজনের পরিবার৷ সবার কাছে দোয়া চাই আমার পুত্রের নতুন জীবনের জন্য।’

এর আগে মৌসুমী জানিয়েছিলেন, ‘৫ এপ্রিল স্বাধীনের গায়ে হলুদ। ৯ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনা। এর মাঝে সম্পন্ন হবে আকদ।’

উল্লেখ্য, ফারদিনের বউ সাদিয়া রহমান আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি। বাড়ি কুমিল্লায় হলেও পড়াশোনা আর বেড়ে ওঠা কানাডায়। কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে পরিচয় আয়েশার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের অলোচনায় ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ