Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ৩০ মার্চ ২০২১
আপডেট: ১৪:৫১, ৩০ মার্চ ২০২১

‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ মুক্তি পাবে ১০০ সিনেমা হলে

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তারুণ্যের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ আগামী ২ এপ্রিল মুক্তি পাবে। ছবির পরিচালক ও প্রযোজক সেলিম খান জানিয়েছেন, তাদের টার্গেট ১০০ সিনেমা হলে মুক্তি দেওয়ার।

সেলিম খান বলেন, আমরা ইতিমধ্যে ৫২টি সিনেমা হল বুকিং সম্পন্ন করেছি। কিন্তু আমাদের ইচ্ছে আছে কমপক্ষে ১০০ হলে মুক্তি দেওয়ার। যেহেতু বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ চলছে তাই এ চেষ্টা। আমরা হল মালিকদের সঙ্গে কথা বলছি।

এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রকাশিত করা হয়েছে  ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’-এর ট্রেলার। যাতে উঠে এসেছে বঙ্গবন্ধুর শৈশব থেকে ভাষা আন্দোলন সময় পর্যন্ত গল্প। এসেছে স্কুল জীবনে তার রাজনৈতিক সচেতনতা ও প্রতিবাদী ভূমিকার কথা। 

জীবনীভিত্তিক ছবিটির শুটিং সম্পন্ন হয় গত বছর। ডিসেম্বরেই ছিল মুক্তির পরিকল্পনা। কিন্তু সেন্সর বোর্ডের অনুমতির জন্য আটকে যায়। কয়েক দিন আগে বোর্ড সদস্যরা কিছু কাটছাঁট সাপেক্ষে ছবিটিকে ছাড়পত্র দেন।

শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনী। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ