Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৩০, ১ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আফসানা মিমি

আফসানা মিমি

আফসানা মিমি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি। বৃহস্পতিবার অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

অভিনেত্রীর পারিবারিক ঘনিষ্টজন সাংবাদিক নজরুল সৈয়দ বিষয়টি নিশ্চিত করে জানান, গত সপ্তাহে আফসানা মিমির শরীর খারাপ হওয়ায় তিনি নমুনা পরীক্ষা করান। এতে ফল পজিটিভ আসে। করোনা শনাক্তের পর তিনি বাসায় আইসোলেশনেই ছিলেন।

নজরুল সৈয়দ বলেন, ‘তিনি আল্লাহর রহমতে ভালোই আছেন। কাশিটা একটু সমস্যা করছে। এছাড়া খারাপ কিছু নয়। অনেকদিন ধরেই করোনায় আক্রান্ত। উন্নতি হচ্ছে না বলেই আজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরও জানান, হাসপাতালে সিট পাওয়াও তো এখন মুশকিল। করোনার সংক্রমণ বেড়েছে। আজ হাসপাতালে খোঁজ নিয়ে একটি সিট খালি আছে খবর পেয়ে তাকে ভর্তি করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।'

উল্লেখ্য, আফসানা মিমি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন । তিন বছর মেয়াদে তাকে এই পদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ